9BF01A7F-FA65-427D-BF10-99CA844D1EE0_cx0_cy12_cw0_mw1024_mh1024_s

দৈনিকবার্তা-ঢাকা ২১ মার্চ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসে এর্টনি জেনারেলের মনোনয়ন নিশ্চিত করতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফেব্রুয়ারিতে মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটি এর্টনি জেনারেল হিসেবে লরেটা লিঞ্চের মনোনয়নের পক্ষে ভোট দেয়। কিন্তু এর আগে নভেম্বরে ওবামার নির্বাহী আদেশে অভিবাসন বিল পাশ নিয়ে রিপাবলিকানদের সঙ্গে তার মতবিরোধ প্রকট হয়ে ওঠে। এ অবস্থায় মুলতবি থাকে এর্টনি জেনারেল হিসেবে লিঞ্চের মনোনয়ন সংক্রান্ত অনুমোদন। দ্য হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে ওবামা বলেন, আপনারা অন্যান্য ইস্যুর কাছে এর্টনি জেনারেলের মনোনয়নকে জিম্মি করতে পারেন না। তিনি বলেন, এটি আমাদের সর্বোচ্চ আইনপ্রয়োগকারী অফিস। লিঞ্চ যোগ্যতা সম্পন্ন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। উল্লেখ্য, এর্টনি জেনারেল এরিক হোল্ডারের স্থলাভিষিক্ত হচ্ছেন লিঞ্চ (৫৫)। প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে তিনিই প্রথম এর্টনি জেনারেল হতে যাচ্ছেন।