দৈনিকবার্তা-ঢাকা, ২১ মার্চ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিৰক-শিক্ষাথর্ীদের গ্রন্থাবলীর প্রকাশনা উত্সবে আজ প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, পাঠকের সঙ্গে লেখকের সম্পর্ক অবিচ্ছেদ্য৷ লেখক পাঠকের মনের চৈতন্যের উন্মেষ ঘটান৷ পাঠকের জ্ঞানকে সমৃদ্ধ করা লেখকের দায়িত্ব৷ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষাথর্ীগণ এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন৷ বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রকাশনা উত্সব ও বই মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহছান এবং উত্সবের আহবায়ক ড. রেজাউল করিম তালুকদার প্রমুখ৷ প্রকাশনা উত্সবের পর মহুয়া তলায় উপাচার্য বাংলা বিভাগ আয়োজিত বই মেলা পরিদর্শন করেন৷ আজ থেকে শুরম্ন হয়ে মেলা চলবে তিনদিন পর্যনত্ম৷
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রকল্প সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে৷ সকাল দশটায় সেমিনার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম৷ এসময় উপাচার্য বলেন, গবেষণার সারসংৰেপ উপস্থাপন করার মধ্যদিয়ে গবেষণার ফলাফল সকলে জানতে পারেন৷ এতে নতুন জ্ঞান এবং চিনত্মার প্রসার ঘটে৷ উপাচার্য গবেষকদের অভিনন্দন এবং নতুন গবেষকদের স্বাগত জানান৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় এই গবেষণা কর্ম সম্পাদিত হয়৷