দৈনিকবার্তা-ভোলা, ২১ মার্চ: ভোলার লালমোহনে রুটিন ইপিআই কার্যক্রমে পি.সি.ভি ও আই.পি.ভি ভ্যাকসিন সংযোজন উপলক্ষে এ্যাডভোকিসি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷শনিবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ হল রম্নমে উপজেলা স্বাস্থ্য কর্মকতর্া ডা. নিত্যনন্দন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যৰ গিয়াস উদ্দিন আহমেদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরম্নল আলম হাওলাদার৷
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্রে আর এমও ডাক্তার সনত্মোষ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিখিল চন্দ্র সিল, ইপিআই সানা উল্ল্যাহ, সাংবাদিক ফরহাদ হোসেন প্রমূখ৷ অনুষ্ঠানে বক্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের এইচএ.এএইচআই.এইচআই কর্মকর্তাদের সামনে রুটিন ইপিআই কার্যক্রমে পি.সি.ভিও আই.পি.ভি ভ্যাকসিনের গুরুত্ব ও সংযোজন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মাহমুদুর রশিদ৷