দৈনিকবার্তা-ময়মনসিংহ, ২১ মার্চ: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন৷ শনিবার ভোর ৬ টায় মুক্তাগাছা উপজেলার ভাবতিরমোড়ে এ ঘটনা ঘটে৷নিহতরা হলেন, মুক্তাগাছার রামপুর গ্রামের আলাল (৬০), ছমির তালুকদার (৩৫), মন্ডলসেন গ্রামের আকবর আলী (৩২), ভট্রবাড়ি গ্রামের জালাল উদ্দিন (৩২), লেংড়া বাজার গ্রামের তুলার ব্যবসায়ী সেলিম (৬০) এবং ময়মনসিংহের কাশর এলাকার শফিকুল ইসলাম (৪০)৷ আহতরা হলেন, সিএনজি চালক আড়াইবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম(৩৫) ও মন্ডলসেন গ্রামের নিজামউদ্দিন৷
ময়মনসিংহ শহরে রিকশা চালাতে আসার পথে মর্মানত্মিক দূর্ঘটনায় প্রাণ হারায়৷ স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার ভোর ৬ টার দিকে মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি লেংরাবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ভাবতিরমোড়ে জামালপুরগামি বালুভর্তি একটি ট্রাকের (টাঙ্গাইল-ট-১১-০১৮২) মুখোমুখি সংঘর্ষ হয়৷ এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশ্বর্ে ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়৷
এতে অটোরিকশার দুই যাত্রী আলাল ও সমীর তালুকদার ঘটনাস্থলেই নিহত এবং অপর চারজন আহত হয়৷ স্থানীয় লোকজন হতাহতদেরকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷ এরমধ্যে আকবর আলী মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেঙ্ েআনার পর মারা যান৷ অপর পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মন্ডেলসেন গ্রামের জালাল ও আকবর মারা যায়৷ অপর তিনকে ভর্তি করা হয়েছে৷ এরা হলেন, মুক্তগাছা উপজেলার লেংরাবাজারের গ্রামের রফিকুল ইসলাম, মন্ডেলসেনের মিজানুর রহমান ও দুল্লার শফিকুল ইসলাম৷মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন সড়ক দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন৷
এদিকে, শুক্রবার দিবাগত রাতে নওগাঁর মান্দায় ভূটভুটির সাথে ধাক্কা লেগে হারাণ চন্দ্র (৪৫) নামে এক মটরসাইকেল চালকের মৃতু্য হয়েছে৷ গুরম্নতর আহত হয়েছেন মটরসাইকেলের অপর আরোহী রঞ্জন কুমার দাস (৪০)৷ নিহত হারাণ নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের কর্ণপুর গ্রামের গোপেশ্বর চন্দ্রের ছেলে এবং আহত রঞ্জন পত্নীতলা উপজেলা সদরের নজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের পেরিলাল দাসের ছেলে৷মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, রাত ৮ টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার বিজয়পুর ব্র্যাক অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি অতিরিক্ত খড় বোঝাই ভূটভুটির সাথে দ্রম্নতগামী মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগলে হারাণ ঘটনাস্থলেই নিহত হয়৷ স্থানীয়রা গুরম্নতর আহত রঞ্জনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করায়৷ সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়৷