MMM-1416568285

দৈনিকবার্তা-কুষ্টিয়া, ২১ মার্চ: সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও মানুষ পোড়ানের দায় থেকে খালেদা জিয়া রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।শনিবার সকালে কুষ্টিয়ার মীরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের শামুকিয়া মালিথাপাড়া গ্রামে ২৫০টি ঘরে বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।এ সময়, রাজাকার আর সন্ত্রাসীদের আর সরকার গঠন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক পাল্লায় ওজন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।দুই স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলকে দেশ থেকে মুক্ত করতে হবে এরশাদের এমন এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও শেখ হাসিনা একই রকম, এসব কথা বলা মানে খালেদা জিয়ার আগুন সন্ত্রাসী রাজনীতি আর রাজাকার আলবদরদের আড়াল করার সামিল।

তিনি বলেন, দল যাই করেন না কেন বাংলাদেশে রাজাকার-আলবদর সমর্থিত কোনো সরকার আর হবে না। রাজাকার-আলবদর, আগুন সন্ত্রাসী সমর্থক সরকার যাতে আর কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় না আসে সে ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যমতে আসতে হবে।এ সময় মন্ত্রীর সহধর্মীনি আফরোজা হক রীণা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেলিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মখলেছ গণি, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ নেতারা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরে গ্রাম বিদ্যুতায়নের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে সুধী সামবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ সরকার উন্নয়নের সরকার। এই সরকার যতোবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন করেছে। দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তবে সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার আওতায় ২০২১ সালে দেশের সব মানুষ বিদ্যুৎ পাবে।পরে তিনি মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করবেন ও বিকেলে উপজেলার বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।