Dilu-MP

দৈনিকবার্তা-পাবনা, ২১ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলৰ্যে নানা আয়োজনে পাবনায় শুরু হয়েছে ৬দিনব্যাপী স্বাধীনতা উত্সব৷শুক্রবার রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে উত্সবের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি৷প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে৷ দেশে কোথায়ও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না৷ বেগম জিয়া জঙ্গিবাদ, মৌলবাদ, যুদ্ধাপরাধীদের নেত্রী হয়েছেন বলেও মনত্মব্য করেন তিনি৷

উত্সব উদযাপন কমিটির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারম্নক প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, প্রফেসর শিবজিত নাগ, জেলা আওয়ামী নেতা বাবু চন্দন কুমার চক্রবতর্ী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে৷অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখায় শহীদ মুক্তিযোদ্ধা আবুল মহসিন বেগ মুকু (মরণোত্তর), শহীদ মুক্তিযোদ্ধা ছানাউলস্নাহ (মরনোত্তর) এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অধ্যক্ষ শিবজিত নাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷ শেষে কন্ঠ শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল ইসলাম সঙ্গীত পরিবেশন করেন৷