দৈনিকবার্তা-ঢাকা, ২১ মার্চ: বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানের গর্বিত মালিক এখন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার শেষ ও চতুর্থ কোয়র্টাার ফাইনালে ২৩৭ রানে অপরাজিত থেকে নতুন এই রেকর্ড গড়েন গাপটিল। আর এর মাধ্যমে ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের এই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় করা ২১৫ রানে দানবীয় ইনিংস বেশীদিন শীর্ষস্থান ধরে রাখতে পারলো না। ২৮ বছর বয়সী গাপটিলের কাছে গেইল পরাস্ত হলেন। অথচ ইনিংস শুরুর প্রথম ওভারের তৃতীয় বলেই জেরম টেইলরের বলে মাত্র চার রানেই মারলন স্যামুয়েলসের হাতে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন গাপটিল। কিন্তু স্যামুয়েলসের সেই ফেলে দেয়া ক্যাচ যে নিউজিল্যান্ডকে সেমিফাইনারের টিকেট নিশ্চিত করবে তা ঐ মুহূর্তে কেউ বুঝতে পারেনি। এরপর আর গাপটিলকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৬৩ বলে ২৪টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়েছেন ডানহাতি এই ওপেনার। এর মধ্যে ১১০মিটার রকেট গতিতে একটি ছক্কা গিয়ে ওয়েলিংটন ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের প্যাভিলিয়নের ছাদে গিয়ে আঘাত হানে।
বিশ্বকাপের ইতিহাস সৃষ্টির পাশাপাশি তার এই ইনিংস ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩,৬৪৩টি ম্যাচের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই তালিকায় শ্রীলংকার বিপক্ষে গত বছর ২৬৪ রান করে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা এগিয়ে আছেন। এবারের আসরে বাংলাদেশের বিপক্ষেও গাপটিল সেঞ্চুরি করেছিলেন। নক আউট পর্বে ঘরের মাঠের সমর্থকদের সামনে কোন চাপ অনুভব করেননি বলেই ইনিংস শেষে গাপটিল মন্তব্য করেছেন। প্রত্যাশার চাপ সামলে এমন একটি ইনিংস খেলার জন্য নিজেকে সৌভাগ্যবান বলেও দাবী জানিয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ ডাবল সেঞ্চুরির ঘটনা ঘটলো। তবে ব্যাটসম্যান হিসেবে গাপটিল এই তালিকায় পঞ্চম। রোহিত শর্মা একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তার নামের পাশে দুটি ডাবল সেঞ্চুরির কৃতিত্ব যোগ করেছেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে গাপটিল ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় তার আগের রেকর্ডটিও ভঙ্গ করেছেন। এর আগে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে তার করা ১৮৯ রানের অপরাজিত ইনিংসটি ছিল কিউই ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রান।গাপটিলের এই ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৯৩ রান সংগ্রহ করার পরে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৩০.৩ ওভারে ২৫০ রানেই গুড়িয়ে দিয়ে ১৪৩ রানের বিশাল জয় তুলে নেয়। আগামী মঙ্গলবার অকল্যান্ডে নিউজল্যিান্ড প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস :
স্কোর খেলোয়াড় দেশ প্রতিপক্ষ ভেন্যু সাল
২৬৪ রোহিত শর্মা ভারত শ্রীলংকা কলকাতা ২০১৪
২৩৭* মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ও:ইন্ডিজ ওয়েলিংটন ২০১৫
২১৯ ভিরেন্দ্র শেবাগ ভারত ও:ইন্ডিজ ইন্দোর ২০১১
২১৫ ক্রিস গেইল ও:ইন্ডিজ জিম্বাবুয়ে ক্যানবেরা ২০১৫
২০৯ রোহিত শর্মা ভারত অস্ট্রেলিয়া ব্যাঙ্গালোর ২০১৩
২০০* শচীন টেন্ডুলকার ভারত দ:আফ্রিকা গোয়ালিওর ২০১০