দৈনিকবার্তা-ঢাকা, ২০ মার্চ: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে খুঁজে না পাওয়া গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিযারি দেন। গুম, খুন, অপহরণ, বিচারবকির্ভূত হত্যা ও সালাহ উদ্দিনকে অপহরণের ্রতিবাদে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ন্যাবের সভাপতি জাহানারা খাতুন।খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকারের আমলেই ইলিয়াস আলীকে গুম করা হয়। তাকেও খুঁজে পাওয়া যায়নি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। তাকে খুঁজে বের না করলে তার দায়ে প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।
দেশে বিরোধী দলের আন্দোলনের সময় পেট্রলবোমা হামলার ঘটনার বিষয়ে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা দাবি করেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে।তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না।তিনি বলেন, ক্ষমতার মায়া ত্যাগ করে দেশবাসীকে বাঁচান।আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না। তিনি আরো বলেন, এ সরকার শত শত মানুষকে বিনা বিচারে হত্যা ও পঙ্গু করেছে। আমার মতো বৃদ্ধ লোককেও রিমান্ডে নিয়েছে।
সমাবেশে অংশ নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার মাসে শপথ নিতে হবে যারা বাংলাদেশকে বদ্ধভূমি বানাতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের অনেক মানুষ তাদের পরিবারের সদস্য হারিয়েছে। মানুষ বেঁচে থাকার অধিকার চায়। আমরা যারা জীবিত আছি তাদেরকেই এ অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম ছাড়া বিকল্প নেই।বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারিয়ে দিল আইসিসি।
বাংলাদেশ সরকারের হেডম নেই আইসিসির বিরুদ্ধে কথা বলার। তারা শুধু দেশের ভেতরেই আস্ফালন করতে পারে।বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। ম্যাচে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বির্তক তৈরি হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগোর মাধ্যমগুলোতে উঠেছে ঝড়। এ বিষয়ে আইসিসি বরাবর আবেদনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) শওকত মাহমুদ,এস এম রফিকুল ইসলাম, ইঞ্জি.হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর প্রমুখ।