naran-chandraদৈনিকবার্তা-যশোর, ২০ মার্চ: শুক্রবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট রামনগর পিকনিক কর্নারের সামনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দও দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ২ পুলিশ সদস্যসহ ৫ আহত হয়েছেন।যশোর কোতোয়ালি থানা পুলিশ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী খুলনার ফুলতলা থেকে যশোরের দিকে আসছিলেন। এসময় মন্ত্রীর গাড়ির বহরটি যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট রামনগর পিকনিক কর্নারে পৌছালে একটি মোটর সাইকেল মন্ত্রীর গাড়ির সামনে পড়ে যায়। এসময় মোটর সাইকেলে থাকা চালকসহ ৩ জন যাত্রীকে বাঁচাতে গেলে মন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনার শিকার হয় মন্ত্রীর গাড়ি। এ সময় ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় মন্ত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে মন্ত্রী গাড়ি থেকে নেমে কিছু সময় বসে বিশ্রাম করেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।