E

দৈনিকবার্তা-পাথরঘাটা, ২০ মার্চ: বরগুনার পাথরঘাটায় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭ তম জন্ম মহোৎসব উদ্যাপিত হয়েছে। শুক্রবার (২০.০৩.১৫) সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশে,পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে দিনভর বিভিন্ন মাঙ্গলীক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।সকাল ৬ টা পাঁচ মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা,সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্দিরে এসে শেষ হয়।দুপুরে কাশ্মির সড়কে স্বর্গীয় গৌরঙ্গ কর্মকারের বাড়িতে সৎসঙ্গ পাথরঘাটার উদ্যোগে আনন্দ বাজারে প্রসাদ গ্রহন করেন দুর দুরন্ত থেকে আসা এবং স্থানীয় শত শত ভক্তানুরাগী।

বিকেল ৪ টায় মাতৃ সম্মেলন পরিচালনা করেন শিক্ষিকা আরতি দাস, সর্মিষ্ঠা হালদার,মুক্তা হাওলদার সহ আরও অনেকে।সন্ধকালীন বিনতি প্রার্থনা,ধর্ম সভা ও পদাবলী কীর্ত্তন। সভায় পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন।সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ পাথরঘাটা শাখার সভাপতি ও সৎসঙ্গ বাংলাদেশ পাথরঘাটা শাখার সভাপতি অরুন কুমার কর্মকার।শনিবার রাতভর অনুষ্ঠান এবং রবিবার সকালে আনন্দবাজারের প্রসাদ বিতরনের মদ্যদিয়ে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।