Photographs-of-Emaz-Uddin-Pramanik

দৈনিকবার্তা-ঢাকা , ২০ মার্চ: বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, তুলা শিল্পের প্রসারে এ খাতের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।ক্ষেত্রে তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দেশী-বিদেশী ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসার আহবান জানান। শুক্রবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে দু’দিনব্যাপী ‘গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিসিএ’র সভাপতি মোহাম্মদ আইয়ুব, বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আল আমিন, ইউএসএ’র কটন ইনকরপোরেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক মেসুরা, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার প্রমুখ।

ব্যবসায়ীদের প্রতি দেশের টেক্সটাইল সেক্টরকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তুলা শিল্পকে অগ্রধিকার ভিত্তিতে প্রাধান্য দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশ যে পরিমাণ তুলা উৎপাদন করে, তা চাহিদার তুলনায় অনেক কম। সে কারণে বছরে আমাদেরকে বিদেশ থেকে প্রচুর পরিমান তুলা আমদানী করতে হয়।এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও অধিকাংশ তুলা ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানী করতে হয়। তাছাড়া দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী করতেও অনেক সময় আমাদেরকে নানা সমস্যায় পড়তে হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, তুলা আমদানী করার ক্ষেত্রেও নানা সমস্যায় পড়তে হয়। তাই তিনি মন্ত্রীর কাছে আহবান জানান আগামীতে যেন ওইসব সমস্যায় ব্যবসায়ীদের পড়তে না হয়।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে কাজী আকরাম বলেন, দেশের রাজনৈতিক পরি¯ি’তি স্বাভাবিক থাকলে ব্যবসায়ীরা অনেক দূর এগিয়ে যাবেন। সেই সাথে দেশও পাল্ল¬া দিয়ে এগিয়ে যাবে। এতে কোন সন্দেহ নেই। তখন দেশের অর্থনীতিও বেশ ভাল অবস্থানে থাকবে।

বাংলাদেশের তুলা শিল্পের প্রসারে এবং বিদেশী ক্রেতাদের আকর্ষণ করতে যৌথভাবে ঢাকায় দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) ও বাংলাদেশ টেক্সটাইলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এতে বিসিএ’র সদস্য, বিদেশী ব্যবসায়ী, শিপার ও মার্চেন্টসহ মোট ২০টি দেশের আড়াই’শ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনটিকে ১৩টি ভাগে ভাগ করা হয়েছে। আজ উদ্বোধনী দিনে ৮টি অধিবেশন এবং আগামীকাল শনিবার সমাপনী দিনে ৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে।