munshiganj_district_map_bangladesh-107_433_2714

দৈনিকবার্তা-ম্ন্সুীগঞ্জ, ২০ মার্চ: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে নতুন ২টি ভ্যাকসিন সংযোজন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে আজিম।সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী মো. মোস্তফা কামাল, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এহসানুল করিম, জেলা বিএম’এ সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বা¯’্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আখতার হোসেন বাপ্পী, মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন, ডা. ফারহানা রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার পিসিডি ও আইপিভি নামের নতুন ২টি ভ্যাকসিন সংযোজন করতে যাচ্ছে। এর আগে ১৯৭৯ সাল থেকে শিশুদের জন্য ৬টি রোগের টিকা দেওয়ার কারণে বর্তমানে শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমেছে। আগের ৬টি রোগের সাথে এখন আরও কিছু রোগ দেখা যায়। পিসিডি ও আইপিভি নামের টিকা ২টি শিশুদের ওইসব রোগ প্রতিরোধ করবে।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।