nanok-1426826808

দৈনিকবার্তা-ঢাকা, ২০ মার্চ: প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।শুক্রবার সাকল ৯ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভেকেট জাহাঙ্গীর কবির নানক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারবেন না। দল যাকে মনোনয়ন দেবে তিনিই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। অন্য কেউ নয়।বিএনপিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নানক বলেন, আশা করি হত্যা, অগ্নিসংযোগ আর জ্বালাও- পোড়াওয়ের রাজনীতি পরিহার করে তারা নির্বাচনে অংশ নেবেন। আমরা বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাবা-মা-ভাইসহ সবাইকে হারানোর পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অঘোষিত অভিভাবক।বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জিল্লুর রহমান ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।