শিক্ষামন্ত্রীদৈনিকবার্তা-ঢাকা , ২০ মার্চ: সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার যেন কোনো প্রভাব এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় না পরে সে বিষয়ে খেয়াল রাখবে শিক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শুক্রবার রাজধানীর আজিমপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ কথা বলেন।এছাড়া আগামী মাসের এক তারিখ থেকেই এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
গত ৬ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ দলের হরতালের কারণে অনুষ্ঠিত হচ্ছে শুধু শুক্র ও শনিবার। নির্ধারিত সময়ের বাইরে গত দেড় মাস ধরে চলা এ পরীক্ষায় রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় সকালে আজিমপুরের ওয়েস্ট এন্ড স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় চলমান সহিংসতা যেন শিশুদের ওপর বিরুপ প্রভাব না ফেলে সে বিষয়ে সজাগ থাকতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।পরে শিক্ষামন্ত্রী বলেনন, এপ্রিলে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সমস্যার কারণ না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে মন্ত্রনালয়। এছাড়া পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে প্রচার-প্রচারণা চালাতে সংশ্লিষ্টদের অনুরোধও করেন নাহিদ।পূর্বনির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা শুরু হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এরইমধ্যে সব প্রস্ততিও নেয়া হয়েছে।