Mr Netanyahu
দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মার্চ,২০১৫: ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিজয় ইরানের সাথে একটি পরমাণু চুক্তিতে পেঁৗছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে বাধাগ্রসত্ম করবে না৷ বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর একথা জানায়৷

ইসরাইলি নেতা তেহরানের সাথে যে কোন ধরনের সমঝোতার বিরোধিতা করেন৷ তিনি ওয়াশিংটনে যান এবং মার্কিন পার্লামেন্টে ভাষণদানকালে আলোচনাধীন চুক্তিকে খারাপ চুক্তি বলে নিন্দা জানান৷ মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি বলেন, ইরানের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে আমরা দীর্ঘদিন পরিচিত ৷ আমরা মনে করি না যে, তার বিজয় ইরানের পরমাণু চুক্তির আলোচনার ৰেত্রে কোন প্রভাব ফেলেছে বা ফেলবে ৷৩১ মার্চ নির্ধারিত সময়ের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে একটি খসড়া চুক্তিতে পেঁৗছানোর লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সপ্তাহে আলোচনার জন্য লৌসানিতে রয়েছেন৷

সাকি পুনরায় বলেন, আলোচনা জটিল হলেও গঠনমূলক পথেই রয়েছে৷ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ বুধবার এ সপ্তাহে একটি চুক্তিতে পেঁৗছানোর সম্ভাবনাকে কম গুরম্নত্ব দিয়ে বলেছেন, আলোচনার সাথে জড়িত বিশ্বের ৰমতাধর দেশগুলোর অন্য পররাষ্ট্রমন্ত্রীরা তাদের সাথে যোগ দিতে নাও পারেন ৷সাকি সাংবাদিকদের বলেন, এ চুক্তির ব্যাপারে এ সপ্তাহে আরো কি করা যায় সে বিষয়ে আমরা গুরম্নত্ব দিচ্ছি৷ এক্ষেত্রে আরো কয়েক দিন বাকি রয়েছে৷