দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মার্চ,২০১৫: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে টেলিকমিউনিকেশন খাতকে অন্যতম খাত উলেস্নখ করে বলা হয়েছে, দেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে আজ আগারগাঁওয়ে আইসিটি বিভাগ সম্মেলন কৰে জিএসএমএ এর পৰ থেকে ডিজিটাল ইনক্লুসান এন্ড মোবাইল সেক্টর ট্যাঙ্শেন ইন বাংলাদেশ এর উপর উপস্থাপিত প্রতিবেদনে এ কথা বলা হয়৷কমিটির সদস্য হোসনে আরা লুত্ফা ডালিয়া এ সময় উপস্থিত ছিলেন৷
জিএসএমএ এবং ডেলুটি এর যৌথ উদ্যোগে ১১টি দেশের সমন্বয়ে মোবাইল টেলিকমিউনিকেশনের একটি রিসার্চ পরিচালনা করা হয়৷ বাংলাদেশে এর মধ্যে অন্যতম৷ পলিসি রিসার্চ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এ গবেষণার কাজে সংযুক্ত ছিলেন৷ গবেষণার একটি প্রতিবেদন সংসদীয় কমিটির সামনে উপস্থাপন করা হয়৷ প্রতিবেদনে বাংলাদেশ টেলিকমিউনিকশনে ট্যাঙ্শেন পলিসির বিভিন্ন দিক তুলে ধরা হয়৷ প্রতিবেদনে উলেস্নখ করা হয় , বাংলাদেশে মোবাইল সেক্টরে এ ট্যাঙ্শেন পলিসিকে সুসংহত করা হলে বাংলাদেশে এ ক্ষেত্রে বিনিয়োগ ত্বরান্বিত হবে৷বক্তব্য উপস্থাপনের সময় বিটিআরসি চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ বিভগের সচিব,সংসদ সচিবালয়ের ঊধর্্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন৷