প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মার্চ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৫ মে দিন ধার্য করেছেন আদালত৷ ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস বৃহস্পতিবার এ দিন ধার্য করেন৷ বৃহস্পতিবার এ মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল৷ কিন্তু রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম সময়ের আবেদন করেন৷ আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করে৷ মামলার অন্য আসামিরা হলেন, বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা৷ মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন৷