দৈনিকবার্তা- ঢাকা, ১৮ মার্চ, ২০১৫ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু দেশ ও জনগণকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার কারো নেই। শেখ হাসিনার সরকার ধৈর্য্য ধরে সমালোচনা শুনবে কিন্তু আগুন সন্ত্রাসীদের কোন ছাড় দেবে না। তিনি আজ বুধবার দুপুরে ঢাকায় ক্যাবল অপারেটরস ন্যাশনাল কনভেনশন-২০১৫ এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনভেনশন কমিটির আহ্বায়ক মীর হোসেন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হক, বর্তমান সহ-সভাপতি হেলাল উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) নাসিরউদ্দিন আহমেদ ও চ্যানেল ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
ক্যাবল অপারেটরদের ৪টি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শামসুর রহমান শিমুল, মোশাররফ আলী চঞ্চল, মুক্তধারা পরিষদের তালাত সৈবাল, সৈয়দ হাবীব আলী, ফিরোজুল ইসলাম, নাদের চৌধুরীসহ দেশের কেবল অপারেটরদের নেতৃবৃন্দ। কেবল অপারেটরস এসোসিয়েশন অভ বাংলাদেশ (কোয়াব) এই কনভেনশনের আয়োজন করে । তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে সমঝোতা আছে, আলোচনা আছে; কিন্তু অপরাধীদের ছাড় দেওয়ার কোনো নিয়ম গণতন্ত্রে নেই। ঠিক তেমনি যুদ্ধের মাঝে আলোচনা আছে, সমাঝোতা আছে কিন্তু সেখানে যুদ্ধাপরাধীদের ছাড় দেওয়ার কোনো নিয়ম নেই। যুদ্ধের ভেতরে যুদ্ধাপরাধীদের যেমন ছাড় দেওয়া হয় না তেমনি আজকের এই সংকটে আগুন সন্ত্রাসী ও তাদের নেত্রীকে একচুলও ছাড় দেওয়া হবে না। এটা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। মানুষ পুড়িয়ে, জনগণকে জিম্মি করে আপনারা সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করবেন- এটা হবে না।
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি। গণতন্ত্র টিকে থাকে অবাধ তথ্যপ্রবাহে। সেজন্য শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার রেডিও-টেলিভিশনসহ অনেক চ্যানেল বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। প্রতিটি চ্যানেলই সরকারের সমালোচনা করছে। মন্ত্রী বলেন, আমরা সেই সমালোচনা শুনি, পরামর্শ শুনি, ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে সংশোধন করি। কারণ গণতন্ত্রে সমালোচনা শুনতে হয়। এ ব্যাপারে আমরা কখনো কোনো রকম বাধা সৃষ্টি করি না। কিন্তু দেশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, সেই স্বাধীনতা আমরা কাউকে দিতে পারি না। তিনি বলেন, অতীতেও এদেশে সরকার ছিল। কিন্তু তাদের কোনো চোখ-কান ছিল না। তারা কারো কথা শুনতো না। বর্তমান শেখ হাসিনার সরকার জনগণের সব কথা শোনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জনগণের সব কথা শুনবো।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার ক্যাবল অপারেটররা। তারা জনসাধারণের মাঝে তথ্য সরবরাহ করেন। তাই সরকারের দায়িত্ব এ শিল্পকে বাঁচিয়ে রাখা, সচল রাখা, নিরাপদ রাখা। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে সদা তৎপর রয়েছে। হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার সরকার অবাধ তথ্যপ্রবাহ বজায় রাখতে বেসরকারি খাতে এফএম ও কমিউনিটি রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন চালু করেছে এবং কেবল অপারেটরদের নেটওয়র্ক এই তথ্যপ্রবাহে সহায়ক ভূমিকা পালন করছে। মহাজোট সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব সরকার উলে¬খ করে মন্ত্রী বলেন, কেবল অপারেটরদের দাবীগুলো গভীরভাবে বিবেচনা করে দ্রুত সমাধা করতে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন।