22

দৈনিকবার্তা-ঢাকা, ১৮মার্চ: পাকিসত্মানের আফগান সীমানত্মবতর্ী উপজাতীয় অধু্যষিত এলাকার কাছে বুধবার সামরিক বাহিনীর এক বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে৷ গত বছর জঙ্গিদের বিরুদ্ধে শুরু হওয়া বড় ধরনের সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়৷খাইবারে তালেবান ও লস্কর-ই-ইসলাম জঙ্গি গোষ্ঠি দুটির ঘাঁটি রয়েছে৷ পাকিসত্মানের পশ্চিমাঞ্চলে যে সাতটি স্বায়ত্তশাসিত এলাকা রয়েছে এটি তার অন্যতম৷ আফগানিসত্মানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হামলার পর খাইবার জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে৷সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আজ খাইবারের তিরাহ্ এলাকায় বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে৷

২০১৪ সালের অক্টোরব মাসে পাকিসত্মানের সামরিক বাহিনী খাইবারে সর্বশেষ অভিযান শুরু করে৷ উত্তর ওয়াজিরিসত্মান এলাকায় একই ধরণের একটি অভিযান চালানোর চার মাস পর সর্বশেষ অভিযানটি শুরু হয়৷ করাচি বিমানবন্দরে তালেবান জঙ্গিদের ভয়াবহ হামলার পর অভিযানটি চালানো হয়৷

1420360007

মানবাধিকার কমর্ীরা সর্বশেষ হামলায় সামরিক বাহিনীর মৃতের সংখ্যা ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করে বলেছে এতে অনেক নারী ও শিশুও নিহত হয়েছে৷বুধবার উপজাতীয় বাজাউর এলাকায় এক পোলিও কমর্ীকেও গুলি করে হত্যা করা হয়েছে৷ এতে পাকিসত্মানে পোলিও টিকাদানকারী কমর্ীদের ওপর সহিংস হামলার বিষয়টি উঠে এসেছে৷স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ফায়াজ-উল-হক শেরপাও বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উপজাতীয় বাজাউর অঞ্চলের নাওয়াগাইয়ের খামাঙ্গরায় পোলিও কমর্ীদের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে৷এতে ১ পোলিও কমর্ী নিহত ও অপর জন গুরম্নত আহত হয়েছেন৷সিনিয়র অপর প্রশাসনিক কর্মকর্তা সোহেল আহমেদ খান এই হামলার সত্যতা স্বীকার করেছেন৷এই নিয়ে ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যনত্ম পোলিও টিকাদানকারী দলের ৭৮ জন কমর্ী নিহত হল৷