abbas-sohel_52305

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মার্চ: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ গত ৮ দিন ধরে নিখোঁজ থাকলেও তাকে নিয়ে সরকারের বিভিন্ন মহলের বক্তব্য নিষ্ঠুরতম পরিহাসের বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।বুধবার বিকেলে ঢাকা মহানগর বিএনপির পক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।আব্বাস- সোহেল বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। আট দিন পার হতে চললেও তিনি নিখোঁজ। তবে এ নিয়ে সকারের উচ্চ পর্যায়ের বক্তব্য পরিহাসের।

অবিলম্বে সালাহউদ্দিনকে সুস্থ ও স্বভাবিক অবস্থায় ফেরত দিতে হবে এ দাবি করে নেতৃদ্বয় বলেন, সালাহউদ্দিন আহমেদ ফেরত না এলে এর পরিণতি শুভ হবে না। তিনি ফিরে না এলে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।তারা বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে ভয়ঙ্কর গুমের রাজনীতি শুরু করেছে এই আওয়ামী লীগই। বিএনপির আন্দোলন ঠেকাতে যে হামলা-মামলা, নির্যাতন ও গুম চলছে তা একনায়ক হিটলারকেও হার মানিয়েছে।

নেতারা বলেন, গণদাবি মেনে গুম-খুনের রাজনীতি ছেড়ে, সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে সকলের অংশগ্রহণের নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় পৃথিবীর সব স্বৈরশাসকের মতো বর্তমান সরকারকেও করুণ পরিণতি ভোগ করতে হবে।তারা আরও বলেন, সালাহউদ্দিনের মতো একই কায়দায় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকেও ধানমন্ডি থেকে তুলে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকেও আটকের কথা কেউ স্বীকার করেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সালাহউদ্দিন ও তালুকদার খোকনকে স্বভাবিক অবস্থায় তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি।