image_200051.gopalganj photo 02(18.03.2015)

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৮ মার্চ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে বারুনীর স্নান উত্‍সব উপলক্ষে অনুষ্ঠিত মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই বেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন৷ এসময় গুরুতর আহত হয়েছে আরো দুইজন৷ আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে এ ঘটনা ঘটে৷ নিহত দুই ও আহত অপর এক বেলুন ব্যবসায়ী নাম পরিচয় এখনও পাওয়া যায়নি৷

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মহাবারুনীর স্নান উত্‍সব উপলক্ষে ঠাকুর বাড়ীর পাশে দুটিস্থানে ৫ দিনব্যাপী মহাবারুনী মেলা শুরু হয়েছে৷ এ মেলার পাশেই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলানোর সময় বিস্ফোরণে ওই স্থানে একজন ও হাসপাতালে রেওয়ার পথে অপর এক বেলুন ব্যবসায়ী নিহত হন৷ মারাত্মক আহত আহত ফারককে (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং অপর অজ্ঞাত একজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বীরু, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামানসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা নিহত দুই জনের লাশ উদ্ধার করি ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি৷

প্রসঙ্গত, ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মহাবারুনীর এই স্নান উত্‍সবকে কেন্দ্র করে লাখ লাখ লোকের সমাগম ঘটে৷ আজ মঙ্গলবার স্নান উত্‍সবের দিনে এ দুর্ঘটনা ঘটলো৷