দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মার্চ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরত দিতে যুক্তরাষ্ট্র ও কানাডা সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।তিনি বলেন, কানাডা এবং আমেরিকা থেকে বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনিদের ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা খুনিদের ফিরিয়ে দিতে বাংলাদেশকে সহায়তা করবে।
হানিফ মঙ্গলবার বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা বিদেশে পালিয়ে গেছে তারা অনেকেই এখন ওইসব দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে।ফলে তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা কিছুটা সময়সাপেক্ষ। তবে, আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে।মাহবুব উল আলম হানিফ বলেন, যে কর্মসূচির সাথে জনগণের কোন সম্পর্ক নেই, সেটা চলতে পারেনা। নাশকতা আর সন্ত্রাস দিয়ে কোন কর্মসূচি চলতে পারেনা। বেগম জিয়ার নেতৃত্বে দেশে যে সন্ত্রাস চলছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে, তাদের এই তামাশার হরতাল-অবরোধের পরও জনজীবন স্বাভাবিক আছে।তিনি বলেন, রাজনীতির নামে বিএনপির কর্মকান্ড সন্ত্রাসী কর্মসূচিতে পরিণত হয়েছে। যে কারনে বিএনপির কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠিত করেছিল- দাবী করে তিনি বলেন, পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে দলের প্রধান হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ভোরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জনতার ঢল নামে।সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় দাঁড়িয়ে নিরবে দাঁড়িয়ে থাকেন।
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন ও ওবায়দুল কাদের, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৭ টার আগেই বঙ্গবন্ধু ভবনের আশেপাশের এলাকা জনমানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল ৭টা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম প্রান্তে জমায়েত হতে থাকে। বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থিত হাজার হাজার নারী-পুরুষের কণ্ঠে উচ্চারিত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়, সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই দিতে হবে, মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই, শ্লোগানে এলাকার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়া কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তরুণ লীগ, যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, জননেত্রী পরিষদ, যুব শ্রমিক লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মৎস্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ওলামা লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, বঙ্গবন্ধু আইন পরিষদ, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমিসহ অসংখ্য দল ও সংগঠন এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।