51331

দৈনিকবার্তা-রংপুর, ১৭ মার্চ: রংপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের সাত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিএনপি ও জামায়াতের সাত কর্মীর মধ্যে বিএনপি’র ছয়জন এবং জামায়াতের একজন রয়েছে । জেলা পুলিশের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদ জানান, কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি’র তিনজন, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের একজন এবং পীরগাছা থানা পুলিশ বিএনপি’র তিনজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া পুলিশ নানা অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি, ডাকিিত, খুন, সিআরও জিআর মামলা রয়েছে।

এদিকে,রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে (২২) চাপাতি দিয়ে কুপিয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুরে নগরীর গুড়াতিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা হাসানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। বেরোবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম (২৩) জানান, নগরীর গুড়াতিপাড়ার বাসা থেকে বের হয়ে হাসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথে শিবির ও ছাত্রদল নেতাকর্মী রিপন, নান্নু ও শঞ্চুর সঙ্গে দেখা হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাসানের মাথায় ও পায়ে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত সটকে পড়ে। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কোন্দলের জের ধরেই এ হামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।