Thakurgaon Rally Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও ১৭ মার্চ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্ব থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকতা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আলম টুলু সহ অনেকে।