bangu_58248

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মার্চ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জš§বার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেওয়া হয়।রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে সকালে উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ চিকিৎসা কার্যক্রমের উ™ে^াধন করেন। সেখানে বিভিন্ন বিভাগে পাঁচ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি সফল করতে ৩২ জন অধ্যাপক, ২৫ জন সহযোগী অধ্যাপক, ২৫ জন সহকারী অধ্যাপক ও ১০ জন কনসালটেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের পরামর্শ সেবা প্রদান করেন। তাঁদেরকে সহযোগিতা করতে শতাধিক মেডিক্যাল অফিসারবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক লোকবল এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, সোহরাওয়ার্দী, মুগদা, কুর্মিটোলা, পঙ্গু, জাতীয় হƒদরোগ, কিডনি, মানসিক, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালসহ, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ রাজধানী ও সারাদেশের সরকারি হাসপাতালে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুর জš§দিন উপলক্ষে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।