দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মার্চ: চিহ্নিত সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং রায় কার্যকর করার দাবির মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। একই সঙ্গে জাতি দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করেছে।দিনব্যাপী কর্মসূচির মধ্য আরও ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, স্বেচছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার প্রভৃতি।
ভোর সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। সকালে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাত ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় প্রধান হিসেবে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময়ে উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য ও দলের নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হয়।
এদিকে, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।মঙ্গলবার সকাল ১০টার পর তারা বঙ্গবন্ধুর সমাধিতে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদন শেষে দুজনেই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলনসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময়ে নেতাকর্মীরা পুড়িয়ে মানুষ হত্যা করে দেশকে যারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের প্রতিরোধ করার শপথ গ্রহণ করেন।
এদিকে বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষকী উপলক্ষে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশের জন্মদিন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ভিডিও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম প্রমুখ।বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০ টায়, শিল্পকলা একাডেমী মিলনাতয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একাংশ-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে।
থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, সাবেক স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মোজাফফর হোসেন পল্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর।জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতির অডিটোরিয়ামে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম সমিতি।
সমিতির সাবেক সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠন করার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।এদিকে বেলা ১২ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একাংশ।
চিত্রনায়িকা দিলারা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দি, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ বক্তব্য রাখেন। জাহাঙ্গীরনগর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে বঙ্গবন্ধু শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, অধ্যাপক শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবন্ধ প্রতিযোগিতা উদ্বোধনের পর সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রাক্তন উপাচার্য ও সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারিগণ অংশগ্রহণ করেন। এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মুখে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বেলা এগারোটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ, বাংলাভাষা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে ঐতিহাসিক এক বাণী হিসেবে অভিহিত করেন। তিনি এই ভাষণকে জাতির স্বাধীনতার সনদ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনা লালন ও ধারণ করতেন। প্রধান আলোচকের বক্তব্যে তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম বলেন, বাঙালি জাতিকে বঙ্গবন্ধু সংকীর্ণ জাতীয়তাবাদে আটকে রাখেননি। তিনি অসাম্প্রদায়িক ছিলেন এবং এ লক্ষ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও মুসলমানদের একত্র করতে পেরেছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। সভা পরিচালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আমির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. লূৎফর রহমান, অধ্যাপক ড. খালেদ হোসাইন, সহকারি অধ্যাপক সুলতানা আক্তার, ডেপুটি কম্পোট্রোলার মাসুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান: জেলার পৌর ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সকালে নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তফা পৌরসভার সকল কাউন্সিলার ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে মেয়রের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে পৌর মিলনায়তনে মোস্তফা কামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব ওহাবুল আলম, কাউন্সিলর শরফুল আলম লিটু, আবু ফেরদৌস মিলন, সৈয়দ মাসুদ রানা বাবলু, কালু সাহা, আঞ্জুমান আরা, নাজনীন সুলতানা রোজী ও সন্ধ্যা রানী প্রমুখ।বরগুনা প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনা সভা, শোভাযাত্রা ও শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসন ও শিশু একাডেমীর এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকাল ৮টায় স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।এরপর জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে এক সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এবং স্বে”ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা প্রতিনিধি জানান, জেলায় উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকালে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাষক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রতিনিধি জানান, জেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলার শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।এতে জেলা প্রশাসক মাহমুদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনাসভা সহ নানা কর্মসূচি মধ্য দিয়ে জাতির জনকের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে এডভোকেট আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
খাগড়াছড়ি:বঙ্গব›দ্ধু জন্মদিবসের অংগীকার-আমরা হব তার আদর্শের উত্তরাধিকার” প্রতিপাদ্য বিষয়ে জাতির পিতা বংগব›দ্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা প্রশাসক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন) যতীন্দ্র লাল ত্রিপুরা । মংগলবার সকালে টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামন সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম ।এসময় জেলার সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা, জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাসহ অংশ গ্রহন করে । এর আগে টাউন হল প্রাংগন থেকে র্যালী শোভা যাত্রা বের করে শাপলা চত্বর হয়ে চেংগী স্কোয়ার ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয় । পরে বংগব›দ্ধু ভাস্কর্যে পাদদেশের পুষ্পমাল্য অর্পন করা হয় ।
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শহরের প্রধান প্রধান সড়কে শিশু র্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হাসান। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-পাঁচবিবির সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বারোয়ারী চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-পাঁচবিবির সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
যশোর :নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
নীলফামারী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপনের মঙ্গলবার্র নীলফামারীতে নানা কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিশু- কিশোরদের সমাবেশ, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই মাঠে বেলা চিত্রাংকন, রচনা লিখন, উপস্থিত বক্তৃতা ও গল্পবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জেলার সৈয়দপুরে দিবসটি পালনে শিশু সমাবেশ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে র্যালিটি ফিরে এলে চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তার আদর্শের উত্তরাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সিংগাইরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু সমাবেশ, র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, রাজনৈতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিংগাইর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বেণী মাধব সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা যুদ্ধকালীন কমান্ডার ইঞ্জি. তোবারক হোসেন লুডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ডা: আলী জিলকদ আহাম্মেদ, সিংগাইর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন, উপজেলা এলজিডি ইঞ্জি. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার আবু আদনান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, স্কুল ছাত্রী সাফিকুর রহমান স্বপ্না ও সাকিব আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদুল ইসলাম।
মৌলভীবাজার প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ট্রান্সমিটারযুক্ত “ফিরোজ” নামের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ১৯ দিন পরীক্ষা-নিরীক্ষার পর বনে ছাড়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) মো: তৌহিদুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো: সারোয়ার আলম, রেঞ্জ কর্মকর্তা মো:ইমাম উদ্দিন এবং লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অজগরটির গায়ে ট্রান্সমিটার সংযোজন করেন ডা: আরিফ। সাপটির ফ্রিকোয়েন্সি নাম্বার ১৪৪৬৫৯৪ থেকে ৫ বৎসর বয়সী অজগর সাপটি ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় সাড়ে ৭ কেজি।
এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জের নানা অনুষ্টানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কেক কাটা, র্যালী, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতার আয়োজন করে। সকাল ৯টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের নেতৃত্বে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের উপস্থিতিতে ২৬ পাউন্ড ওজনের কেক কাটেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ অতিথিরা। কেক কাটার পর উপজেলঅ পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইফতেখায়ের হোসেন ভূঁঞা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্টানে স্কুল কলেজ এর প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।
নাটোর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ মোঙ্গলবার সকালে কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কানাইখালী ষ্টেডিয়াম মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মশিউর রহমান ,পুলিশ সুপার বাসুদেব বনিক প্রমুখ। অপরদিকে নাটোর এন এস কলেজে জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা হয়।
এছাড়া, ঝিনাহদহ, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড় ও মাওলানা ভাসানী বিঞ্জাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।