দৈনিকবার্তা-গাজীপুর, ১৭ মার্চ: নানা কর্মসূচীর মধ্য দিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে ৯৬ পাউন্ড ওজনের কেক কাটার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা। এসময় কলেজের উপাধ্যক্ষ মাসুদা শিকদার, দিবস উদযাপন কমিটির আহবায়ক আবুল কাসেম ইউসুফ, শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার হোসেন মোল্লা, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া কলেজ মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীতে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
এদিকে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। জেলা প্রশাসক মো: নুরুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী থেকে শুরু হয়ে র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শিশু মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতির পিতার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল এবং সদর উপজেলার নয়নপুর এলাকাস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
অপর দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, পরিচালক, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ও প্রক্টর সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহেরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।