দৈনিকবার্তা-ময়মনসিংহ, ১৬ মার্চ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম শাহাবুদ্দিন মহাবিদ্যালয়ে সোমবার সকাল ১০ টার দিকে কলেজ গেইলে তালা দিয়ে বিক্ষুদ্ধ ছাত্ররা আগুন দিয়ে দরজা জানালা টেবিল ভাংচুর করেছে। ১১ টার দিকে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয়। ছাত্ররা এক শিক্ষককে লাঞ্জিত করে। অধ্যক্ষ পালিয়ে আতœরক্ষা করে। ৪ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
উপজেলার শাহাবুদ্দিন মহাবিদ্যালয়ের এইচ এস সি পরিক্ষা কেন্দ্রের ভেন্যুতে ঐ কলেজের ৬শ ১৯ জন শিক্ষার্থী পরিক্ষা দিতে পারবে বলে শিক্ষার্থী প্রতি ১ হাজার করে টাকা নিয়ে ফরম ফিলাপ করে কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি ঐ ভেন্যুতে শাহাবুদ্দিন মহাবিদ্যালয়ের পরিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে না বলে এমন খবরের পরেই সোমবার এ ভাংচুর করা হয়। পরিক্ষার্থীদের হাতে আতিক নামের এক শিক্ষক লাঞ্জিত হন। বিক্ষুদ্ধ পরিক্ষার্থীরা অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হলে কলেজ অধ্যক্ষ পালিয়ে আতœরক্ষা করে। তারা কলেজ অধ্যক্ষের কক্ষ ভাংচুর করে। কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, পরিক্ষার্থীরা তাদের কলেজে পরিক্ষা দিতে পারবে না বলে ক্ষিপ্ত হয় ভাংচুর চালায়। ফরম ফিলাপের সময় অতিরিক্ত টাকা টাকা নেয়ার বিষয় নিয়ে তিনি কোন কথা বলেননি।