Thakurgaon Intoxicant Destruction Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১৬ মার্চ: মাদকসেবীদের নিরুৎসায়িত করতে ঠাকুরগাঁওয়ে প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় জেলা স্কুল বড় মাঠে ঠাকুরগাঁও ৩০ বডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ওই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় মাদকদ্রব্য ধ্বংস বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁওয়ে ব্যাটালিয়নের সেক্টর লে. কমান্ডার আকরাম হোসেন পিএসসি, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান সহ অনেকে। আলোচনা শেষে ১১ হাজার ২শ ৭৭ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৫শ ১৩ বোতল মদ, ৮শ গ্রাম গাজা ও ১ হাজার ৩শ ১৫ পিস ইনজেকশন ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।