দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৬ মার্চ: মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাভোকেট ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু দিবস সফল করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষ। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গত রোববার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০২ এস এম খুরশিদ-উল আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে জানাগেছে, আগামী ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবেন। এরপর বেলা পৌঁনে ১১ টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন এবং বক্তব্য রাখবেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর একই স্থানে বই মেলার উদ্বোধন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় ও মধ্যাহৃ বিরতি করবেন। বেলা ৩ টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপে¬ক্সে সৌন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরীর কাজ শেষ হয়েছে। সাজানো হয়েছে নতুন করে। বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ জন্য বিশালাকৃতির প্যান্ডেল নির্মান করা হয়েছে। জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় ঠিকাদর প্রতিষ্ঠান এসকল কাজ সম্পন্ন করেছে। জেলার বিভিন্ন রাস্তা-ঘাটে নির্মান করা হয়েছে তোরন।
গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বোস জানিয়েছেন, প্রধামন্ত্রীর আগমনে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নতুন রূপে সাজানো হয়েছে। কমপ্লেক্সের ফুল বাগানে নতুন কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে রংয়ের কাজ করা হয়েছে।
নিরাপত্তা বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাজার কমপ্লেক্সসহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তল্লাশী চালানো হবে। অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর নিকট সহযোগীতা কামনা করেন তিনি।