0315

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ মার্চ:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, আলোচনা , শিশুদের বিভিন্ন মাধ্যমেপ্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ ২০১৫ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত পঙক্তি রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষন প্রতিযোতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১৭ মার্চ ২০১৫ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ।অনুষ্ঠানমালায় থাকবে অনিক বোস, শুক্লা সরকার, রেখা এবং বন্ধু মহলের হেলাল এর পরিচালনায় সমবেত নৃত্য, খেলাঘর, পিপলস লিটল থিয়েটার, রণতা শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শিশুদের পরিবেশনায় সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষণ এবং কবিকন্ঠে কবিতা পাঠের আয়োজন।