benapole picture-----------2

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ১৬ মার্চ: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক দুই সীমানত্ম গতকাল সোমবার পৃথক দুটি বিজিবি-বিএসএফ সীমানত্ম ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরম্নজ্জামান বিজিবিএম জানান, গতকাল সোমবার ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যনত্ম জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমানত্মের মেইন পিলার ৮৫ এর সাব ২৪-টি পিলারের কাছে শুন্য রেখা বরাবর বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠ অনুষ্ঠিত হয়৷ উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃআব্দুর রহিম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পৰে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যামপ কমান্ডার এসআই দিদার সিং৷

অপরদিকে একই দিন, বেলা ১২টা হতে ১২টা ৪০ মিনিট পর্যনত্ম দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমানত্মের মেইন পিলার ৮৬ এর ১২-টি পিলারের নিকট শুন্য রেখা বরাবর স্থানে বিজিবি-বিএসএফ কোমপানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠ অনুষ্ঠিত হয়৷ উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোমপানী কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া কোমপানী কমান্ডার এসআই মহেন্দার সিং৷

উল্লেখিত পতাকা বৈঠক দু’টিতে মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, তারকাটার বেড়া না কাটা, অবৈধ ভাবে উভয় দেশের নাগরিকরা যেন সীমানত্ম পার না হতে পারে ও উভয় দেশের সীমানত্ম রৰী বাহিনীর মধ্যে সুসমপর্ক বজায় রাখার ব্যাপারে গুরম্নত্বপূর্ণ আলোচনা হয়৷ পরিশেষে শানত্মিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়৷