41738_00

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ মার্চ: চলমান হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে পড়ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ৷তিনি বলেন, এভাবে হরতাল অবরোধ চলতে থাকলে এক সময় দেশের অর্থব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে৷ আমাদের চিন্তা করতে হবে, দেশের ১৬ কোটি মানুষকে পোশাক দিচ্ছে কারা, তাদের অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবেনা৷ তাই তাদের নিরাপত্তার কথা বিবেচনা অন্তত হরতাল অবরোধ প্রত্যাহার করা উচিত্‍৷

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্পেশালইজ টেঙ্টাইল মিলস্ এন্ড পাওয়ারলুম ইন্ড্রাস্ট্রিজ এসোসিয়েশন আয়োজিত দেশে চলমান হরতাল অবরোধ, পেট্রলবোমায় নিহত নিরীহ মানুষের আত্মার মাগফিরাত, এবং অর্থনৈতিক ধ্বংসাত্মক কর্মকা-সহ নেতিবাচক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি হতে উত্তরণের লক্ষ্যে খতমে কুরআন-প্রতিকী অনশন ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন৷

এসময় তিনি খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে উদ্দেশ্যে করে বলেন, আমরা আশা করেছিলাম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যৌক্তিক কোনো সমাধানের ডাক দিবেন৷ কিন্তু তিনি সেটা না করে আবারো অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন৷ অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে তিনি কখনো যৌক্তিক সমাধান পাবেন না৷

তিনি বলেন, চলমান হরতাল অবরোধের নামে পেট্রলবোমা ও বাসে অগি্নকা-ের কারণে ইতোমধ্যে শত শত নিহত, আহত হয়েছে৷ লাগাতার হরতাল অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্য শিল্প-কলকারখানা আজ ধ্বংসের মুখে, এধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধের জন্য আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি৷

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নাশকতাকারীদের তালিকা সরকারের কাছে আছে৷ তাহলে আপনারা এই নাশকতাকারীদের গ্রেফতার করছেন না কেন? আমরা সরকারের কাছে দাবি করছি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন৷ আর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখুন৷

বিএসটিএমআই এর প্রেসিডেন্ট আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মিয়া মো. হেলাল উদ্দিন, আবুল কাশেম, আহসান হাবিব চৌধুরী প্রমুখ৷

প্রতিকী অনশন শেষে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহ্ মাঠের ইমাম ফরীদ উদ্দিন মাসউদ৷