কামাল

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৫ মার্চ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার ও মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার চার্জশীট শীঘ্রই আদালতে দাখিল করা হবে। এছাড়া সেভেন মার্ডার মামলার প্রধান আসামী নূর হোসেনকেও ভারত থেকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দায় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কোস্ট গার্ডের জন্য নবনির্মিত দুইটি হারবার পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ত্বকী হত্যা মামলার চার্জশীট প্রদানের জন্য র‌্যাবকে নির্দেশ দেয়া হয়েছে। র‌্যাব শীঘ্রই চাঞ্চল্যকর এই মামলার চার্জশীট প্রদান করবে। নূর হোসেনকে আদৌ দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত নূর হোসেনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে চাচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে জোর প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসাদুজ্জামান খান বলেন, ত্বকী হত্যা মামলা অধিকতর ও আরও স্বচ্ছ তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করছি, র‌্যাব শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রদান করবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত হবে এবং অপরাধীদের চিহ্নিত করে জনগণের সামনে উপস্থাপিত করতে পারব।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাত খুনের ঘটনা নারায়ণগঞ্জবাসীসহ সারা দেশের মানুষকে আলোড়িত করেছে। ইতিমধ্যে সাত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে। খুব শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

আসাদুজ্জামান বলেন,বোট দুটি সমুদ্রোপকূলীয় এলাকায় নিরাপত্তা, মাদক নির্মূল, অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম খুরশীদ মালিক বলেন, কোস্টগার্ডের জন্য হারবার বোট দুটি মেরিন কোয়ংালিটি অ্যালুমিনিয়াম প্লেট দ্বারা নির্মিত। প্রতিটি বোট দৈর্ঘে ১৮ মিটার এবং প্রস্থে ৫ দশমিক ৫১ মিটার। ওজন ২৫ টন। সুইডেনের বিখ্যাত ভলভো পেন্টা কোম্পানির ৮০০ এইচপি ক্ষমতাসম্পন্ন মেরিন ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত সর্ব্বোচ্চ ২৮ নট গতিসম্পন্ন বোট দুটি ৩৫০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

এর আগে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ১৫ কোটি টাকা ব্যয়ে তাদের নির্মিত দুইটি আধুনিক হারবার পেট্রোল বোট আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, এই বোট দুইটি বিদেশ থেকে আমদানি করলে কমপক্ষে ৪৫কোটি টাকা ব্যয় হতো। যার ফলে কোস্ট গার্ডের ৩০কোটি টাকা সাশ্রয় হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন সফলতার কখা উল্লেখ করে আধুনিক জাহাজ নির্মান ও বিদেশে রপ্তানি করে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন।

অনষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মকবুল হোসেন, ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশিদ মালিক। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদউদ্দিন, র‌্যাব-১১’র কমান্ডিং অফিসার (সিও) লে.কর্ণেল আনোয়ার লতিফ খান, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্টড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লি: এবং কোস্ট গার্ড এর পদস্থ কর্মকর্তাবৃন্দ।