7352675ac504eed0b6889272c4161f0e-fire-1

দৈনিকবার্তা-ঢাকা, ১৫মার্চ: রাজধানীর মতিঝিলের দিলকুশায় মিয়া আমানুল্লাহ ভবনে (৬৩ দিলকুশা) অগি্নকাণ্ডের হেতু ও নিয়ন্ত্রণে বেশি সময় নেওয়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দমকল বাহিনী৷দমকল বাহিনীর উপ-পরিচালক নুরুল হকের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়৷দমকল বাহিনীর পরিদর্শক শাহজাদী সুলতানা জানান, রোববার সকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷কমিটির অন্য সদস্যরা হলেন, দমকল বাহিনীর উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম, রমনা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল ও সিদ্দিক বাজার স্টেশনের একজন সিনিয়র কর্মকর্তা৷তিনি বলেন, মতিঝিলে দিলকুশার ওই বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪ ঘন্টা সময় লাগে৷ প্রথমে ভবনটির দ্বিতীয় তলায় এবং পরে তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে৷ ভবনে আগুন লাগার কারণ ও আগুন নেভাতে সময় বেশি নেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে৷শনিবার সোয়া ৩টার দিকে ৬৩ দিলকুশা মিয়া আমান উল্লাহ ভবনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত৷ আগুনে দ্বিতীয় তলার পুরো অফিস কক্ষে আগুন ছড়িয়ে পড়ে৷ পরে দ্বিতীয় তলার আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় তলাতেও৷ তৃতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা অফিস৷১৪ ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা ভোর ৫টা ৪০ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷

দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রিমেথড পদ্ধতি ও ভেন্টিলেশন পদ্ধতি ব্যবহার করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে৷দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ বলেন, ‘আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে৷ ভেতরে প্রবেশে কোনো পথ না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় নেয় ফায়ার কর্মীরা৷ তাছাড়া কালো ধোঁয়ার কারণে টর্চ লাইটের আলোতে ভেতরের অবস্থা বোঝা যাচ্ছিল না৷আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ চারজন আহত হয়েছেন বলেও তিনি জানান৷

ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে একটি বহুতল ভবনে আগুন লাগার প্রায় ১৪ ঘন্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, যাতে একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের নথি ও আসবাবসহ অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে৷

মতিঝিলের দিলকুশায় আমানউল্লাহ টাওয়ার নামের ওই সাততলা ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)লিমিটেডের প্রধান কার্যালয়ে শনিবার বিকাল সাড়ে ৩টায় আগুন লাগে৷

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান৷দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হলেও এক পর্যায়ে তা ছড়িয়ে পড়ে তৃতীয় তলায়, যেখানে আল-আরাফা ইসলামী ব্যাংকের কার্যালয়৷ আগুনে তৃতীয় তলায় ব্যাংকের প্রধান কার্যালয়ের একাংশ পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷

আর পানি পড়ে নিচতলায় এই ব্যাংকের কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকটির জেনারেল ব্যাংকিং শাখার এঙ্িিকউটিভ অফিসার সাবি্বর হাসান জানিয়েছেন৷ রোববার ওই কার্যালয়ে ব্যাংকের সব কার্যক্রম বন্ধ রয়েছে৷বিআইএফসির কার্যালয়েও একটি ভল্ট বাদে সবকিছু পুড়ে গেছে বলে প্রতিষ্ঠানের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাসিনা জান্নাত জানিয়েছেন৷তিনি বলেন, ভল্টে লোনের (ঋণ) কাগজপত্র ও চেক বই ছিল৷ ওগুলো ছাড়া বাকি সব কাগজপত্র পুড়ে গেছে৷

রোববার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে ভবনের সামনে পোড়া কাগজপত্র ও আসবাবের স্তূপ দেখা যায়৷বহুতল এই ভবনের চতুর্থ তলায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পঞ্চম তলায় ইসলামী ব্যাংক এবং ষষ্ঠ ও সপ্তম তলায় প্রাইম ইন্সুরেন্স কোম্পানির কার্যালয়৷ভবনের মালিক হুমায়ুন কবির মিয়া মধুমতি ব্যাংকের চেয়ারম্যান বলে ভবনের ব্যবস্থাপক রাকু আহমেদ জানিয়েছেন৷

তিনি বলেন, দ্বিতীয় তলায় বিআইএফসির কার্যালয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মী নিয়োগে বাছাই পরীক্ষা হয়৷ তারা চলে যাওয়ার পর সেখানে আগুন লাগে৷বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা৷বিআইএফসির চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা আহসানুল বারী জানান, শনিবার সকাল ১০টা থেকে দুপুর েেপৗনে ১টা পর্যন্ত বাছাই পরীক্ষা নিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান তারা৷ এরপর অগি্নকাণ্ডের ঘটনা ঘটে৷কীভাবে আগুন লাগতে পারে সে বিষয়ে কোনো ধারণা করতে পারেননি তিনি৷অগি্নকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসও কিছু বলতে পারেনি৷