দৈনিকবার্তা-ঢাকা, ১৫ মার্চ: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করেছেন মহানগর দায়রা আদালত।রোববার সকালে পৃথক পাঁচ মামলায় আসামিপক্ষের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে সকালে আবেদনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।
মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় ২ মামলায়, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মিরপুর থানায় এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুই মামলায় তাদের আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন।তিনজনের মোট পাঁচ মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। এর মধ্যে পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় মির্জা ফখরুল, যাত্রাবাড়ী থানার দুই মামলায় রিজভী এবং মিরপুর থানার এক মামলায় ফালুর জামিনের আবেদন জানানো হয়।
গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।গত ৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) সদস্যরা। এরপর থেকে বিভিন্ন মামলায় আট দফায় টানা ২৭ দিন রিমান্ডে ছিলেন রিজভী।অন্যদিকে গত ১ফেব্র“য়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন থেকে তিন মামলায় টানা ১৩ দিনে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।