pic-12_196431

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৫মার্চ: প্রশাসনের অনুমতি ছাড়াই বরিশালের গৌরনদী উপজেলার পিংলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবষর্ী বটবৃক্ষ কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল৷ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা বাচ্চু সরদার পানির দরে বটগাছটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে৷ এ নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষাথর্ী-শিক্ষক ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে গাছ কাটার কথা দাবি করলেও প্রসঙ্গে এসএমসির সভাপতি কোন কাগজপত্র প্রতিনিধিকে দেখাতে পারেননি৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মো. আলাউদ্দিন জানান, উপজেলার দক্ষিণ পিংলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে শতবষর্ী বটবৃক্ষকে ঘিরে প্রতিষ্ঠিত হয়৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই বৃক্ষতলে ছায়া নিতো৷ সমপ্রতি একটি নতুন ভবন নিমর্াণের বরাদ্দ পায় বিদ্যালয় কতর্ৃপক্ষ৷ এ নতুন ভবন নির্মাণ করার জন্য প্রায় শতবষর্ী বটগাছটি কাটার জন্য এসএমসির কমিটির সভায় সিদ্ধানত্ম অনুযায়ী রেজু্যলেশন করা হয়৷ তাতে সিদ্ধানত্ম হয় সরকারি অনুমোদন পেলে গাছটি বিক্রি ও কাটা হবে৷ কিন্তু বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাউকে কিছু না জানিয়ে অনুমতি ছাড়াই গাছটি বিক্রি করেন৷ এতে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ একাধিক ছাত্রের অভিভাবকরা জানান, গাছটিকে রক্ষা করেও ভবন নিমর্াণ করা যেত৷ কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা বাচ্চু সরদার ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় শতবষর্ী বটগাছটি শনিবার থেকে কাটা শুরু করেছে৷ এ পর্যনত্ম গাছের ৪টি বড় ডালপালা কেটে নিয়ে গেছে৷ গাছটি উপড়ে ফেলার জন্য গাছের গোড়ার মাটি খোঁড়া হচ্ছে৷

ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা বাচ্চু সরদার জানান, বরাদ্দকৃত নতুন ভবন নির্মাণ করতে বটগাছটি লাকড়ি ব্যবসায়ী আক্কাস হাওলাদারের কাছে ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে৷ এব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হাসান পাটোয়ারী বলেন, স্কুল কতর্ৃপক্ষ গাছ কাটার অনুমতি চেয়েছিল৷ কিন্তু তিনি অনুমতি না দিয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে তদনত্মের জন্য সুপারিশ করেছেন৷