দৈনিকবার্তা-খুলনা, ১৫মার্চ: দেশব্যাপী বিএনপি জোটের নেতাকর্মীদের গুম, খুন, বিচার বর্হিভূত হত্যাকান্ড, অপহরন এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনের দাবিতে ঘোষিত ৭২ ঘন্টার হরতালের প্রথম দিনে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট৷৮রোববার সকাল সাড়ে ১০ টায় জোটের মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে নগরীর নতুন বাজার ওয়াপদা সড়ক থেকে মিছিলটি বের হয়ে কয়লাঘাট কালী বাড়ি প্রদক্ষিণ করে কাস্টম ঘাট মোড়ে গিয়ে শেষ হয়৷
গংক্ষিপ্ত সমাবেশে ২০ দলীয় জোট সংগ্রাম কমিটির আহবায়ক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু বলেন, আড়াই মাস ধরে চলমান রাজনৈতিক সংকট ও অচলবস্থা নিরসের জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুক্রবারের সংবাদ সম্মেলন থেকে সংলাপ আহবানের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন৷ সরকারকে তার দেয়া প্রতিশ্রম্নতির কথা স্মরণ করিয়ে দিয়ে নতুন নির্বাচন আয়োজনের প্রসত্মতির কথা বলেছেন৷ কিনত্ম দূর্ভাগ্যজনক হলেও সত্য, খোদ প্রধানমন্ত্রী থেকে শুরম্ন করে আওয়ামী লীগের মুখপাত্ররা বিএনপি জোটকে খুনী-হত্যাকারী সহ নানা মিথ্যাচারে দোষারোপ করে সংলাপের প্রসত্মাবনা নাকচ করে দিচ্ছেন৷ নজরুল ইসলাম মঞ্জু বলেন, মাত্র ৫ শতাংশ মানুষের ভোট নিয়ে বন্দুকের জোরে ৰমতা দখল করে ৯৫ শতাংশ মানুষের মতামতকে উপেৰা করা হলে তার ভয়াবহ চড়া মাশুল সরকারকেই দিতে হবে৷ যা এই দেশ, গণতন্ত্র ও ভবিষ্যত রাজনীতির জন্য কোন সুখকর নজির হবেনা৷ তিনি চলমান অবরোধ ও হরতাল কর্মসুচি রাজপথে ঐক্যবদ্ধ থেকে পালনের জন্য জোটের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান৷ সেই সাথে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, সরকারের পেটোয়া বাহিনী না হয়ে চাকরবিধি মেনে দায়িত্ব পালন করম্নন৷ অহেতুক জোটের নেতাকর্মীদেরকে মিথ্রা মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি করবেন না৷ বিএনপি জোট শানত্মিপূর্ণ আন্দোলন কর্মসূচি বিশ্বাসী এবং এই জোটের কর্মীরা কোন ধরনের নাশকতা জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয়৷ কারা সম্পৃক্ত তাদেরকে খুজে বের করা আপনাদের দায়িত্ব৷
২০ দলের মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা অধ্যৰ তারিকুল ইসলাম, শের আলম সান্টু, আজিজুল হসান দুলু, ইউসুফ হারম্নন মজনু, একরামুল হক হেলাল, বদরম্নল আনাম, তরিকুলস্নাহ খান, জামায়াত নেতা মোসত্মাফিজুর রহমান টিংকু, বিএনপি নেতা শাহ আসিফ হোসেন রিংকু, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম খোকন, এ কে এম মাহবুব আলম, সাহারুজ্জামান মুকুল, শামীম আশরাফ, ছাত্রশিবির নেতা অবু বক্কর, স্বেচ্ছাসেবক দল নেতা অঅহসান হাবিব বাবু, খান সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাজিব তালুকদার, খালেক গাজী, জামাল হোসেন, বিপস্নব খান, নুরম্ন মিয়া প্রমুখ অংশ নেন৷
এদিকে বিকেলে ও সন্ধ্যায় নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানায় বিএনপি ও অঙ্গ দলের উদ্যোগে হরতাল ও অবরোধ কর্মসুচির সমর্থনে খন্ড খন্ড মিছিল হয়েছে৷