দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ মার্চ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সবক’টি কলেজের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা শনিবার একযোগে অভিন্ন ব্যানারে ৪৫ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। হরতাল-অবরোধের নামে সহিংসতা ও প্রাণহানি বন্ধের দাবি এবং নির্বিঘেœ-নিরাপদে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা বিধ্বংসী সংহিসতা বন্ধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপূর্ণ এ কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল ১১ টা থেকে কেন্দ্রীয়ভাবে গাজীপুরের বোর্ডবাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে ৪৫ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী একই সময়ে অভিন্ন ব্যানার নিয়ে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের ২১৫৪ টি কলেজের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা শনিবার সকাল ১১ টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত একযোগে অভিন্ন ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেন। দেশব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘœ সৃষ্টি ও প্রাণহানির বিষয়ে তাদের উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেন।এদিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ৪৫ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করছে। কলেজের পাশে ঢাকা-মির্জাপুর সড়কের দু’পাশে সকাল ১১টায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কলেজ অধ্যক্ষ মো. মাহমুদুল হক ও সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।