দৈনিকবার্তা-বরগুনা, ১৪ মার্চ: বরগুনার একটি বিআরটিসিা মপলফঃ বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা। এ সময় বাসের ভিতরে থাকা চালকের সহকারি জানালা দিয়ে লাফিয়ে প্রান বাঁচান। বরগুনা শহরের সোনিয়া সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বরগুনা-খুলনা রুটে বাসটি চলাচল করতো। গতকাল শনিবার সকালে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। অগ্নিসংযোগের সময় বাসটিতে চালকের সহকারী এস এম কাইয়ুম ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার টের পেয়ে হেলপার বাসের জানালা ভেঙ্গে বাহিরে বের হয়ে আসেন। হঠাৎ ভোর রাতে কে বা কাহারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটির পুরোটাই পুড়ে যায়।
খবর পেয়ে বরগুনার ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।বাস চালকের সহকারী এস এম কাইয়ুম জানায়, রাতে আমি বাসের ভিতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার ঘটনা টের পেয়ে জানালা দিয়ে লাফিয়ে বাহিরে আসি। বাস কাউন্টারের পিছনে চালক ঘুমিয়ে ছিল। তাকে ডেকে আনি।। আমাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনের খবর পেয়ে গতকাল সকালে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ব
বরগুনা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,ধারনা করা হচ্ছে এটি নাশকতা । প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, কে বা কারা এর সঙ্গে জড়িত। তবে পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।এদিকে বাস পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আটককৃতরা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মী।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ হোসেন জানায়,,এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম সালেহ ফারুক,ছাত্রদল কর্মী মোহাম্মদ জুয়েল,আরাফাত হোসেন,মো.বাবু ও আলআমিন।