2014-12-06_0_704299

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ মার্চ:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ধারায় সম্পৃক্ত করে সমাজের মূল ¯্রােতের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিআরডি ভবনে আরডিইসি সম্মেলন কক্ষে সমকাল ও এডিডি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন’২০১৩ প্রেক্ষাপট বিষয়ক জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন,প্রতিবন্ধীদের একীভূত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ সরকার গ্রহণ করবে। দক্ষ ও যোগ্য জাতি গড়তে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গড়ে তোলা হচ্ছে। ৬২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া কার্যক্রম অব্যাহত রয়েছে।প্রতিবন্ধীদের সংকট উত্তরণে সামাজিক দৃষ্টিভঙ্গীর যে শুভ পরিবর্তন হচ্ছে তার প্রমাণ আজকের কনভেনশন উল্লেখ করে তিনি বলেন, শত প্রতিকূলতা অতিক্রম করে প্রতিবন্ধী মানুষেরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা বলতে এখানে হাজির হয়েছেন।সমস্যা সংকট দেশকে কখনো পিছনে টেনে রাখতে পারে না। দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি জনগণ।তারাই সমস্যা ও সংকটের উত্তরণ ঘটায়।

বিশ্বের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে আলাদা অধ্যায় রয়েছে।আগের চেয়ে অনেক বেশী প্রতিবন্ধীবান্ধব পরিবেশে সরকার কাজ করছে।পাশাপাশি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও অটিজম বিষয়ে বিদেশে নেতৃত্ব দিচ্ছেন। সরকার প্রতিবন্ধীদের মূল¯্রােতে আনতে কাজ করছে।তিনি সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগ প্রতিবন্ধীদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি ড. অ্যানা লিক্সি।অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ বিষয়ে ব্যরিস্টার সারা হোসেন, একীভূত প্রাথমিক শিক্ষা বিষয়ে আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এহসানুর রহমান এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে ড. এম আনিসুজ্জামান প্রবন্ধ উপস্থাপন করেন।

নাসিমা বেগম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সময় ও সুযোগ পেলে তারাও সমাজের অন্য স্বাভাবিক ব্যক্তিদের মতো তাদের মেধা দিয়ে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে পারে।চিকিৎসক ও শিক্ষকদের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,প্রতিবন্ধীদের সহযোগিতায় বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ পর্য›ত ৫৬০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।কনভেনশনে বক্তারা বলেন,শুধু আইন দিয়েই প্রতিবন্ধীদের সার্বিক পরিবর্তন সম্ভব নয়। সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের সঙ্গে স্ব-উদ্যোগে ও জনসচেতনতায় প্রতিবন্ধীরা সমাজের সাধারণ মানুষদের সঙ্গে দক্ষতা ও যোগ্যতার লড়াইয়ে সামিল হয়ে কাজ করে যাবে।মুক্ত আলোচনায় অংশ নেন নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, এনজিও ও মানবাধিকার কর্মী, আন্তজার্তিক সংস্থার প্রতিনিধি দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী জনগোষ্ঠী।