sonamosjid (1)

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ১৩ মার্চ: পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে সংক্রমন ব্যাধি সোয়াইন ফ্লু ভাইরাস। আর সোয়াইন ফ্লু ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে কাজ করছে চার সদস্যের বিশেষ মেডিকেল টিম। তবে কিছু যন্ত্রপাতী থাকলেও বিশেষ কোনা যন্ত্রপাতি ছাড়াই চলছে এই স্বাস্থ্য পরীক্ষা। শুধুমাত্র ভারত থেকে বাংলাদেশে আসা পাসর্পোট যাত্রীদের জ্বর, সর্দি-কাশি আছে কিনা এমন জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বিষয়টি চিহিৃত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোন রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন প্রায় অর্ধ-শতাধিকেরও বেশি লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে সংক্রমন ব্যাধি সোয়াইন ফ্লু ভাইরাস সম্পর্কে অবগত হওয়ার পরে গত ১লা মার্চ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে প্রতিদিন প্রায় সাড়ে ৩শ’ ভারতীয় ট্রাক চালক ও তাদের সহকারিরা থেকে যাচ্ছে এই স্বাস্থ্য পরীক্ষার বাইরে বিশেষ কোন যন্ত্রপানি না থাকায়। অপরদিকে ভারতীয় ট্রাক চালকরা ও সহকারীরা সোয়াইন ফ্লু কি সে বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়েও তাদেরকে ভারতেও কোন প্রকার জানানো হয়নি বলে জানান তারা।তবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করা পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারিদের পরীক্ষা ব্যবস্থা না থাকায় তাদের মধ্যে সোয়াইন ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বাংলাদেশে।