image_160_21233

দৈনিকবার্তা-নীলফামারী, ১৩ মার্চ: আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয়েছে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর এ ক্রিকেট যুদ্ধের উত্তেজনা চলছে নীলফামারীর সৈয়দপুরেও। খেলোয়াড়রা মাঠে নামার সাথে সাথে ক্রিকেট জুয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা শহরে। চেলিভিশনের সামনে বসে হাজার হাজার ক্রিকেট জুয়ারি এ খেলায় মগ্ন হয়ে উঠেছে। অনেকে টিভি সেটের সামনে বসে খেলা না দেখলেও মোবাইল ফোনে ধরছে লাখ লাখ টাকার বাজি। ধনকুবের ব্যবসায়ী থেকে শুরু করে যুবক, তরুণ, এমনকি ছাত্রসহ শ্রমজীবীরাও আসক্ত হয়ে পড়েছে ক্রিকেটের এ জুয়ায়।

ক্রিকেট জুয়া বন্ধে পুলিশও রয়েছে তৎপর তবুও এই জুয়া ঠেকানো যাচ্ছে না সৈয়দপুরে। এরই মধ্যে মোবাইল ফোনে ক্রিকেট জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালত এক জুয়ারিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে। গত ১৪ ফেব্র“য়ারি থেকে শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের ১০ম ক্রিকেট যুদ্ধ। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুরে এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধকোটি টাকার জুয়া হয়েছে। সৈয়দপুরে উদ্বেগজনকভাবে এ জুয়া ছড়িয়ে পড়ায় সকলেই চিন্তিত হয়ে পড়েছেন। এ খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুয়ারি সিন্ডিকেট। তারা নিজেরা এবং এজেন্টের মাধ্যমে এসব জুয়া পরিচালনা করছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পুলিশি নজরদারি সত্বেও এই ক্রিকেট জুয়া বন্ধ করা যাচ্ছে না। এর মধ্যে ১ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করার পরেও ক্রিকেট জুয়া থামানো যাচ্ছে বলে জানান তিনি।