arrested_dhaka_report_17613

দৈনিকবার্তা-নওগাঁ, ১৩ মার্চ: হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করার সময় নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের হাতে আটক সাবেক ডেপুটি স্পীকারের ছেলে থানা যুবদলের সাবেক আহ্বায়ক পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সভাপতি মোজাফ্ফর রহমান ও থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু এবং অন্যদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে হামলার মামলা দায়ের করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, থানা পুলিশের এসআই এনামুল হক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে এ মামলাটি দায়ের করেন।

মহাদেবপুুর থানার মামলা নং ১৩ তাং ১২-৩-২০১৫, ধারা ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/১১৪/৩৪। মামলার অন্য আসামীরা হলো থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, তার ছেলে যুবদল নেতা ফয়সাল ইসলাম সবুজ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওবায়েদ হোসেন হীরা, থানা ছাত্রদলের আহ্বায়ক এ,কে,এম,মাসুদুর রহমান টিক্কা, যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান শামীম, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং আরো ৪৫-৫০ জন। মামলায় উল্লেখ করা হয় যে, পিকেটিং করতে বাধা দিলে আসামীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের প্রতি আক্রমন চালিয়ে সরকারী কাজে বাধা দেয়। আসামী জনির হুকুমে রাজু একটি ধারালো অস্ত্র দিয়ে থানা পুলিশের ওয়াচার ওয়াহিদুল ইসলামকে হত্যার উদ্দেশে তার মাথায় কোপ দিলে ওয়াহিদুলের হাতে জখম হয়। এদিকে থানা যুবদলের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে, পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কিউ,এম,সাঈদ টিটো বলেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের জখম করে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে তিনি মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাদের নি:শর্ত মুক্তি দাবী করেন।