420140203165024 (1)

দৈনিকবার্তা-বান্দরবান, ১৩ মার্চ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরর্ক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সম্মেলন জেলার ছোট হরিনার সেকামুখ বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বান্দরবান, রাংগামাটি এবং খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকাসমূহে নতুন স্থাপিত বর্ডার পর্যবেক্ষণ পোস্টের (বিওপি) কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস দেয়া হয়েছে। সম্মেলনে প্রতিবছর সীমান্ত এলাকাসমূহে খেলাধুলা বিশেষ করে ভলিবল ও ফুটবল খেলার মাধ্যমে সম্প্রীতির লক্ষ্যে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সম্মেলনে বান্দরবান সেক্টর কমান্ডারের পক্ষে রুমা ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. মহসিন, রাংগামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ওসমান এবং খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. সাজ্জাদ অংশ নেন।এ সম্মেলনে প্রশিক্ষণসহ দুই দেশের সীমান্ত এলাকায় অপরাধপ্রবণতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং সন্ত্রাসীদের বিচরণ রোধসহ সীমান্ত এলাকায় বসবাসরত নাগিরকদের নিরাপত্তা সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজিবি সূত্র জানায়, বান্দরবান সেক্টরে ৪টি, খাগড়াছড়িতে ৬টি নতুন বিওপি স্থাপিত হয়েছে এবং রাংগামাটি সেক্টরে বিওপি স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।