Bohiskar

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ১৩ মার্চ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম উচ্চ বিদ্যালয় কারিগরি পরিক্ষা কেন্দ্রে শুক্রবার নকল করার অভিযোগে ২ শিক্ষক ও ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস তাদেরকে বহিস্কার করেন। বহিস্কার শিক্ষকরা হলেন আছিম উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক নাজিরুজ্জামান ও মোর্শেদ আলম। বহিস্কৃত শিক্ষার্থীরা হল একই বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী শিমুল আহমেদ, রাশেদ মিয়া, তরিকুল ইসলাম, আঃ আউয়াল, মোক্তার হোসেন। আছিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলার মাস্টার শিক্ষক ও শিক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার পদার্থ বিজ্ঞান-২ পরিক্ষা ছিল ।