পাবনায় ট্রাক চাপায় ৫ জন নিহত

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৩ মার্চ: গোপালগঞ্জে পরিবহন থেকে চাঁদা তোলার সময় ট্রাকের চাপায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা সহাসড়কের বেদগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোঃ আরিফ মোল্যা (১৮) জেলা শহরের গেটপাড়া এলাকার মোঃ নুরু মোল্যার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জানান, রাতে ওই স্থানে বিভিন্ন পরিবহন থেকে পরিবহন সমিতির চাঁদা তুলতে ছিল আরিফ। এসময় একটি ট্রাক থেকে চাঁদা তোলার সময় চালক ট্রাকটি চালিয়ে দিলে পিছনের চাকার নীচে পরে মারাত্মক আহত হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে থবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।