দৈনিকবার্তা-ঢাকা, ১৩ মার্চ: জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন রোজার ঈদে। অ্যালবামের কাজ এরই মাঝে শেষ হয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির জন্য এখনই অ্যালবাম প্রকাশ করতে চাচ্ছেন না তিনি।১০ টি গান দিয়ে সাজানো অ্যালবামের গানগুলোর সুর এবং সংগীতপরিচালনা করেছেন ফুয়াদ, ইবরার টিপু, মান্নান মোহাম্মদ এবং নচিকেতা।
অ্যালবামে নচিকেতার সঙ্গে দুইটি গান করেছেন রিজিয়া। এ প্রসঙ্গে রিজিয়া পারভীন দৈনিকবার্তাকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য আপাতত অ্যালবাম প্রকাশ করছি না। ইচ্ছে আছে রোজার ঈদে অ্যালবাম প্রকাশ করার।তবে অ্যালবামটি অনলাইনে প্রকাশ করবো নাকি সিডি আকারে প্রকাশ করবো এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি।’ উল্লেখ্য, ভালোবাসা দিবসে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করেন রিজিয়া পারভীন।