arrest-(3)

দৈনিকবার্তা-নওগাঁ, ১৩ মার্চ: নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলা থেকে বাঁচতে বাদীর বাড়ীতে ১২ টি পেট্রোল বোমা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে দূর্বত্তরা। থানা পুলিশ শুক্রবার ভোরে বোমাগুলো উদ্ধার এবং ৩ দূর্বৃত্তকে আটক করেছে। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুল আলম ও এসআই আব্দুল হান্নান উপজেলা সদরের জাতআমরুল জিয়ানীপাড়া গ্রামের মৃত মন্টু মিঞার ছেলে উজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের সামনে বস্তার উপর কাগজের প্যাকেটের মধ্যে রাখা ১২ টি পেট্রোল বোমা উদ্ধার করে। বোমা রাখার দায়ে ওই গ্রামের আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (২২), মৃত নওশের আলীর ছেলে বাবুল হোসেন (৩৫) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে বদর উদ্দিনসহ (৫০) তিন জনকে আটক করে।

ওসি জানান, আটকরা উজ্জলের পিতাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে এসে উজ্জলকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। হত্যা মামলা থেকে বাঁচতে এবং বাদী উজ্জলকে ফাঁসানোর জন্য তারা পেট্রোলবোমাগুলা মজুদ করে রেখে পুলিশে খবর দিয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও ওসি জানান। এ ব্যাপারে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুল আলম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।