hhhh

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ মার্চ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সবক’টি কলেজের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা আজ (শনিবার) একযোগে অভিন্ন ব্যানারে ৪৫ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করবে। নির্বিঘেœ শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষা বিধ্বংসী সংহিসতা বন্ধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের ২১৫৪ টি কলেজের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীরা শনিবার সকাল ১১ টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত একযোগে অভিন্ন ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করবে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে একই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গাজীপুরস্থিত অফিসের সামনে মানববন্ধন করবে।